আবারো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বা বন্ধুর প্রোফাইলে দেখা যাচ্ছে ‘নো পোস্ট অ্যাভেইলেবল’।
আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক ফেসবুকে ব্যবহারকারী। আবারও কী কারিগরি ত্রুটি দেখা দিয়েছে ফেসবুকে? ব্যবহারকারীদের এমন প্রশ্নের কোনো উত্তর দেয়নি প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় সাড়ে ৫শ ব্যবহারকারী ওয়েবসাইট ও পরিষেবার অবস্থা সম্পর্কে তথ্য প্রদানকারী অনলাইন মাধ্যম ডাউন ডিটেক্টরে এমন সমস্যা নিয়ে রিপোর্ট করেছেন। ডাউন ডিটেক্টরে এ বিষয়ে তারা বলেছেন, ‘সকাল থেকে ফেসবুক প্রোফাইলে কোন পোস্ট দেখা যাচ্ছে না। আমার সব পোস্ট কি ফেসবুক মুছে ফেলেছে?’
তবে জানা গেছে, ফেসবুকের সার্ভারে কারিগরি সমস্যার কারণে এমনটা হয়েছে। সাময়িক এই সমস্যা কিছু সময়ের মধ্যেই সমাধান হবে।
উল্লেখ্য, এর আগে গত ২০ মার্চ বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ফেসবুক পেজ এবং প্রোফাইলের কাভার ফটো দেখতে সমস্যা হয়েছিল। সেই সময় ফেসবুক সার্চ রেজাল্টও খালি দেখাচ্ছিল। অর্থাৎ আগে যেসব প্রোফাইল বা পেজ অনুসন্ধান করা হয়েছিল সেগুলো মুছে গিয়েছিল। এমনকি সক্রিয় থাকা ফেসবুক প্রোফাইলের পাশে সবুজ বাতিও দেখা যাচ্ছিল না।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৫৪ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি