ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দুই ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৩ জন।
আজ রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের ষোলঘর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়াগামী দুটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটির পেছনে আরেকটি ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে ভেতরে আটকে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাকের হেলপারের মরদহ উদ্ধার করে। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয় ট্রাক দুইটির চালক ও হেল্পারসহ আরও ৩জনকে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানায়, সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি একই লেনে মাওয়ার অভিমুখে যাচ্ছিলো। পথিমধ্যে তারা ষোলঘর এলাকায় পৌঁছালে বড় একটি ট্রাকের পিছনে ছোট ট্রাকটি ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
আজ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৩৩ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি