বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আলামিন উপজেলার শাকপালা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। গত ৬ ফেব্রুয়ারি রাতে উপজেলার ডারকিমাড়ি এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।
স্বজনেরা জানান, মঙ্গলবার রাতে তারা খবর পান যে আলামীনকে ছুরিকাঘাত করা হয়েছে এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শাজাহানপুর থানা পুলিশ অফিসার (ওসি) মো. শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি জানান, গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে আল আমিন ডারকিমারী এলাকায় ছুরিকাঘাতের শিকার হোন। স্বজনেরা তাকে উদ্ধার করে শজিমেক ও হাসপাতালের সার্জারি বিভাগে মিথ্যা তথ্য দিয়ে ভর্তি করিয়ে দেন। হাসপাতাল কর্তৃপক্ষকে পরিবারের সদস্যরা জানিয়েছিলেন পড়ে গিয়ে তার পিঠে ক্ষত হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ) দুপুরে তিনি মারা যান।
ওসি আরও জানান, আমাদের কাছে আল আমিনের ছুরিকাহত হওয়ার কোন তথ্য ছিলনা। মৃত্যুর পর ঘটনাটি জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে আল আমিনের পূর্ব পরিচিত তিন যুবকের সন্ধান করা হচ্ছে। দ্রুত এই ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করা হবে ৷
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১৩ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি