নীলফামারী জেলার ডোমারে কেতকীবাড়ী ইউনিয়নে বোতলগঞ্জ বাজার সংলগ্ন পরিত্যক্ত এক গোডাউন ঘরে গতকাল মঙ্গলবার বিকালে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
গৃহবধূর নাম অঞ্জলী রানী (৪০), তিনি কেতকীবাড়ী ইউনিয়নের বোতলগঞ্জ বাজারের ভবনের স্ত্রী। তার ২ টি পুত্র সন্তান ও ২ টি মেয়ে সন্তান রয়েছে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে- ডোমার উপজেলার বোতলগঞ্জ বাজার এলাকায় গতকাল মঙ্গলবার বিকাল আনুমানিক ৫ টার দিকে হাজীপাড়া গ্রামের হুসেন হাজীর ছেলে মনছুর এর বোতলগঞ্জ বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত গোডাউন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। ভবেন তাহার স্ত্রীকে নিয়ে গোডাউনের পাশেই এক ঘরে বসবাস করতেন।
খবর নিয়ে জানা যায়, পরিত্যক্ত গোডাউনের পাশেই একটি খালি জায়গা রয়েছে, সেখানে বিকেল আনুমানিক ৫ টার দিকে খেলতে যাওয়া ছেলেরা খেলতে খেলতে ভবনের স্ত্রীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে থাকা দেখে চিৎকার চেচামেচী শুরু করলে, আশে-পাশের লোকজন এসে অঞ্জলী রানীকে গলায় ঝুলে থাকা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
গোডাউন মালিক মনছুর আলী জানান- গতবছর আমার গোডাউনের একটি দেওয়াল ভেঙ্গে যাওয়ায় গোডাউনটি পরিত্যক্ত অবস্থায় পরে থাকে।সেখানেই ভবনের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৬:২৮ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি