ডেঙ্গু জ্বর নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে এক যুবক চিকিৎসাধীন রয়েছেন । ওই যুবকের নাম আজিজুল হক (৩০)। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
জানা গেছে, আজিজুল হক ঢাকার শ্রীপুরের একটি টেক্সটাইল মিলে গত দুই মাস ধরে কর্মরত ছিলেন। এক সপ্তাহ আগে কাজ করা অবস্থায় হালকা জ্বরে আক্রান্ত হন তিনি। এরপর ছুটি নিয়ে বাড়ী ফিরে আসেন। বুধবার সকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউট ডোরে জ্বর, মাথা ও শরীর ব্যাথা নিয়ে আসলে রোগীর রক্ত পরীক্ষা করানো হয়। দুপুরে রক্ত পরীক্ষার রিপোর্টে তার ডেঙ্গু ধরা পড়ে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আফিফা তাবাসসুম তামান্না জানান, দুপুরেই তাকে ভর্তি করানো হয়েছে এবং তার অবস্থা স্বাভাবিক আছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন কান্তি সাহা ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির বিষয়টি নিশ্চিত করে বলেন,এ রোগীর বিশেষ ব্যবস্থায় চিকিৎসা চলছে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি