বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। কয়েক দিন আগে জানা গিয়েছিল, ‘দেয়ালের দেশ’ নামের একটি সিনেমা কাজ করছেন তারা। এরপর বাকি সবটা গোপন। এবার রাজ-বুবলীর সেই ‘গোপন’ রহস্য সামনে এলো।
সোমবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর হাতিরঝিলে একটি রেস্টুরেন্টে সিনেমাটির ফাস্টলুক প্রকাশ করা হয়। এ সময় সিনেমাটির নির্মাতা মিশুক মনি, নায়ক-নায়িকাসহ অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
সরকারি অনুদানে এই সিনেমাটির শুটিং শুরু হয় গত বছরে। তবে প্রায় দুই বছর ধরে সিনেমাটির বিষয়ে কোনো কিছুই জানা যায়নি। অনেকটা গোপনেই শুটিং করা হয়।
মিশুক মনি জানান, অনুদানের সিনেমা মানেই মানুষ মনে করে হয়তো কোনো সামাজিক ইস্যুকে ঘিরে বানানো। তবে এই সিনেমাটি এক্ষেত্রে ভিন্ন। সিনেমাটি এই ট্যবু ভাঙবে।
পরিচালক মিশুক মনি বলেন, এই সিনেমার গল্প আমার মাথায় এসেছে আরও ৫ বছর আগে। তখনই আমি সেটা লিখতে শুরু করি। এরপর ২০২০ সালে এটা অনুদানের জন্য জমা দেই। ২০২১ সালের মাঝে সিনেমাটি অনুদান পায়। ফাইনালি গতবছর আমরা শুটিং শুরু করি। এই সিনেমা রাজ ও বুবলীকে একেবারেই ভিন্নভাবে উপস্থাপন করেছি। আগে কখনো দর্শক তাদের এভাবে পাইনি।
শরিফুল রাজ বলেন, এই সিনেমায় কাজ করার পেছনে সবচে বড় অবদান স্ক্রিপ্টের। অনুদানের সিনেমা মানেই আমরা ধরে নেই ভিন্ন কিছু। কিন্তু সিনেমাটি অনুদানের সিনেমা হলেও ‘দেয়ালের দেশ’-এ মাত্রাটা ভিন্ন।
সিনেমাটি নিয়ে বুবলী বলেন, এর আগে কখনও এরকম চরিত্রে কাজ করা হয়নি। এই গল্পে অনেক গভীরতা আছে। আমার সঙ্গে যিনি কাজ করছেন শরিফুল রাজ, ভীষণ ভালো অভিনেতা, অনেক ডেডিকেটেড। আমাদের শুটিং টিমও অনেক হার্ডওয়ার্কিং।
চিত্রনায়িকা আরও বলেন, শ্বাসরুদ্ধকর একটা ব্যাপার ছিল—বিশেষ করে আমার জন্য। যেটা আমি রিভিল করব না। টিজার বের হলে কিছুটা হলেও মানুষ বুঝতে পারবে। প্রত্যেকটা দিন শুটিংয়ে যাওয়ার আগে আমার নিশ্বাস বন্ধ হয়ে আসতো। এত স্ট্রাগলের মধ্য দিয়ে কাজ করেছি।
মেট্রো সিনেমার ব্যানারে নির্মিত ‘দেয়ালের দেশ’ সিনেমায় আরও অভিনয় করেছেন জিনাত সানু স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সমাপ্তি মাশুক, সাবেরী আলম প্রমুখ। এখনও সিনেমাত্রি মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। তবে চলতি বছরই মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম