চাঁদের মাটিতে পা রাখার পর এবার সূর্যের দিকে চোখ ভারতের। সূর্যের দিকে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য-এল ১।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, আদিত্য-এল ১ নামের মহাকাশযানটি আজ ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে শ্রীহরিকোটার লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয়। এটিকে পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী এল-১ বিন্দুতে একটি কক্ষপথে স্থাপন করা হবে। এই বিন্দুর দূরত্ব পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার, যা পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্বের একটি ভগ্নাংশ। আর এই দূরত্ব অতিক্রম করতে মহাকাশযানের সময় লাগবে ৪ মাস।
ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো জানিয়েছে, শ্রীহরিকোটার লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণের পর লেগ্রেঞ্জ পয়েন্টে যাওয়ার আগে বেশ কয়েকবার পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণ করবে আদিত্য-এল ১। এতে সূর্যের কক্ষপথে পৌঁছাতে সুবিধা হবে নভোযানটির।
সংস্থাটি বলছে, এই কক্ষপথের সুবিধা হলো, সেখান থেকে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সব সময় সূর্যের বিভিন্ন কার্যকলাপ পর্যবেক্ষণ করা যাবে। এ ছাড়া মহাকাশের পরিবেশের ওপর সূর্যের প্রভাব সম্পর্কেও জানতে পারবে মানুষ।
এই অভিযানে ব্যয় কত হয়েছে, সে সম্পর্কিত কোনো তথ্য দেয়নি ইসরো। তবে সরকারি সূত্রে জানা গেছে, গোটা অভিযানের বাজেট ধরা হয়েছে ভারতীয় মুদ্রায় ৩শ’ ৭৮ কোটি রুপি। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যা ৪৯৯ কোটি ২৪ লাখ ৬৯ টাকা।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম