ভোক্তা পর্যায়ে টানা ৩ দফা ১২ কেজি এলপিজির দাম কমানো হয়েছে। এবার তৃতীয় দফায় ৩০ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার (৩ জুন) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ দাম নির্ধারণ করে। আজ সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।
এর আগে, গত ২ মে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা দাম নির্ধারণ করে বিইআরসি।
তার আগে গত ৩ এপ্রিল ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়। আর মার্চে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৪৮২ টাকা। এবং ফেব্রুয়ারিতে ছিল ১ হাজার ৪৩৩ টাকা।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩০ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি