৫০ শয্যা বিশিষ্ট ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি অবশেষে তিন বছর পর চালু হয়েছে। শুক্রবার দুপুর ২ টায় গ্যারেজে তালাবদ্ধ থাকা অ্যাম্বুলেন্সটি চালু করেছেন স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
হাসপাতাল সুত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ জানুয়ারী তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামছুন্নাহার অ্যাম্বুলেন্স চালক একাব্বর আলীর বিরুদ্ধে একটি সাজানো চুরির মামলা করেন। ওই মামলায় গ্রেফতার হলে হাসপাতাল কর্তৃপক্ষ একাব্বর আলীকে সাময়িক বরখাস্ত করেন। তখন থেকে চালকের অভাবে একমাত্র সরকারী অ্যাম্বুলেন্স গ্যারেজে তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকে। মামলার দীর্ঘ শুনানীর পর আদালত একাব্বর আলীকে বেকসুর খালাস দেন।
পরবর্তীতে স্বাস্থ্য বিভাগ সমস্ত কাগজ পত্র পরীক্ষা-নিরিক্ষার পর তাকে স্বপদে যোগদানের নির্দেশ দিলে শুক্রবার থেকে চালু হয় অ্যাম্বুলেন্স।
অ্যাম্বুলেন্স চালক একাব্বর আলী জানান, তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামছুন্নাহার আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দিয়েছেন।সে মামলায় আমি আদালত কর্তৃক নির্দোষ প্রমানিত হয়েছি। আমি কর্মস্থলে যোগদান করেছি। এখন থেকে জনগন অ্যাম্বুলেন্স সেবা পাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তী সাহা জানান, চালক একাব্বর আলী মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। আইনে কোন বাধা নেই। তাই তিনি পূর্বের মতো কাজ চালিয়ে যাবেন। এখন ফুলবাড়ীবাসী নিয়মিতভাবে অ্যাম্বুলেন্স সেবা পাবেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৪১ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি