বগুড়া রেলস্টেশনে হাফিজুল ইসলাম নামে এক মানষিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। ২০ এপ্রিল শনিবার বিকেল সাড়ে চারটা নাগাদ তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত হাফিজুল ইসলামের বাড়ি বগুড়া আদমদিঘী উপজেলার গোবিন্দপুর গ্রামে। কিন্তু সে এই রেলস্টেশনের আশপাশেই বসবাস করতো। শনিবার সকাল থেকেই অসুস্থ ছিলো হাফিজুল। বিকেল চারটা সময় সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেন আসলে সে তাতে ওঠার চেষ্টা করে। একপর্যায়ে ট্রেনের ইঞ্জিনের উপর উঠে সেখানে শুয়ে পড়ে। এসময় তাকে সেখান থেকে নামিয়ে দেয়া হয়। তার কিছুক্ষণ পরে স্টেশনেই মৃত্যু হয় হাফিজুল ইসলামের।
পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে নিয়ে যান।
বগুড়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক খাইরুল ইসলাম এই সকল তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হাফিজুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৪৫ | শুক্রবার
ডিবিএন/এসই/ বাপ্পি