বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশসহ সারা দেশে জেলা পর্যায়ে সমাবেশ পালন করবে দলটি।
আজ বুধবার (২৬ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার (২৯ জুন) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ১ জুলাই সারা দেশে সব মহানগরীতে এবং ৩ জুলাই সারা দেশে জেলা পর্যায়ে সমাবেশ করবে দলটি।
আজ সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমরা আশা করি, জনগণ বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হলে আন্দোলন আরও বেগবান হবে। আমাদের শরিক দলগুলোও ইতোমধ্যে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন। তারাও এ আন্দোলনে শরিক হবেন।
বিএনপির মহাসচিব আরো বলেন, আমরা সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি চাই। সরকারই তো আইনের দোহাই দিয়ে তাকে আটকে রেখেছে। আওয়ামী লীগের সাজাপ্রাপ্ত নেতারা জামিন পেয়েছেন, তারা নির্বাচনে অংশ নিয়ে এমপি, মন্ত্রী হয়েছেন। কিন্তু বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হয় না, এর কোনো বিধানই নেই। তারা পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে। এটা বেআইনি।
এদিন সংবাদ সম্মেলনে আরও উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, অ্যাডভোকেট আবদুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৭:০৩ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি