কক্সবাজার জেলার টেকনাফের লেদা এলাকার নাফনদীর তীরে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি এলজি ও ৪ রাউন্ড গুলিসহ ৩ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক তিন রোহিঙ্গা ডাকাত গ্রুপের সক্রিয় সদস্য বলেও জানায় বিজিবি।
আটককৃতরা হলেন-উখিয়া জামতলি ১৫ নম্বর এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা আবু আহমেদের ছেলে এনায়েতুল্লাহ,একই ক্যাম্পের আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ আলম ও হোয়াইক্যং ইউপি উনচিপ্রাং ২২ নম্বর এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইয়াছিন।
আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান,বুধবার (৩০ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে লেদা বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল খালেরমুখ এলাকায় একটি নৌকা নিয়ে নাফ নদীর কিনারায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় টহলদল তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী দিয়ে টেকনাফ শহরের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় বিজিবি নৌ টহলদল তাদেরকে আটক করে। পরে আটককৃতদের তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান ও বাড়ী-ঘরে ডাকাতি করে থাকে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৭:০৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি