নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারের পাশে একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ জুন) দুপুর ১টা ৩২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করতে শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ট্রলারে থাকা তেলের ড্রামগুলো একে একে বিস্ফোরিত হয়।
ফায়ার সার্ভিস জানায়, ফতুল্লা বাজারের পাশে বুড়িগঙ্গা নদীতে একটি তেলবাহী জাহাজে বেলা ১টা ৩২ মিনিটে আগুনের খবর পায় তারা। ফায়ার সার্ভিস ১টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, তেলবাহী জাহাজটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব ড্রামে আগুন ধরে যায়। এটি তেল নিয়ে ভোলার মনপুরায় যাওয়ার কথা ছিল। দুপুরে শ্রমিকরা রান্না করার সময় আগুন ধরে যায়। এতে বিকট শব্দে বিস্ফোরণও ঘটে।
আজ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৯:৪৯ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি