রাজধানীর শাহজাহানপুরে যুবলীগ কর্মী অলিউল্লাহ রুবেলকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে। তাদের দ্রুত গ্রেফতার করা হবে বলা জানিয়েছে ডিবি পুলিশ।
আজ শনিবার (২২ জুলাই) ডিএমপির মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
ডিবি পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, শাজাহানপুরের গুলবাগে যারা যুবলীগ নেতাকে নৃশংসভাবে হত্যা করেছে আমরা তাদের নাম পেয়েছি। ঘটনার সঙ্গে যারা সরাসরি জড়িত, যারা মোটরসাইকেলে এসে পাহারা দিয়েছে এবং যারা মেরে পালিয়েছে তাদের প্রত্যেককে শনাক্ত করা হয়েছে। আমরা দ্রুত তাদের গ্রেফতার করবো।
এছাড়া, আওয়ামী লীগ নেতা টিপু হত্যার সঙ্গে এ ঘটনার সংশ্লিষ্টতা আছে কি না জানতে চাইলে ডিবি প্রধান বলেন, দুটি ঘটনাই শাহজানপুরের। আসামিদের গ্রেফতারের পরই আমরা দুটি ঘটনা খতিয়ে দেখব।
মোহাম্মদ হারুন অর রশীদ আরো বলেন, পুরান ঢাকার অপধারীদের অনেকেই গ্রেফতার হয়ে কারাগারে আছে। অপরাধ নিয়ন্ত্রণে আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। আসামিদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করলেই আরো তথ্য জানা যাবে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি