বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ প্রতিদিন ভিডিও তৈরি করে এবং সেগুলো ইউটিউব বা ফেসবুক ইন্সটাগ্রামের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে। মূলত ভিউ এবং ফলোয়ার পাওয়ার আশায় তারা অভিনব ভাবনার ভিডিওচিত্র নির্মাণের চেষ্টা করেন। তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন সফল হয়, এবং লাখ লাখ টাকা উপার্জন করে। সারা বিশ্বের কন্টেন্ট নির্মাতাদের জন্য, এই জাতীয় প্ল্যাটফর্মগুলি আয়ের একটি প্রধান উৎস।
সারা বিশ্বের এমন কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে ঝেং জিয়াং জিয়াং একজন। এই চীনা নারী সোশ্যাল মিডিয়ায় নিজের কন্টেন্ট দিয়ে ঝড় তুলেছেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এনডিটিভি জানিয়েছে, মাত্র তিন সেকেন্ডের রিভিউ দিয়ে চীনা ইনফ্লুয়েন্সার ঝেং প্রতি সপ্তাহে ১৪ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৫৮ কোটি টাকা আয় করেন।
প্রতিবেদনে জানা গেছে, টিকটকের চীনা ভার্সন ‘ডুয়িনে’ ৫০ লাখেরও বেশি ফলোয়ার আছে ঝেংয়ের। সেখানেই তিনি পণ্যের রিভিউ দেন। তবে তার রিভিউ দেয়ার পদ্ধতি অন্য সবার চেয়ে আলাদা। অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা কোনো একটি প্রোডাক্টের রিভিউ করার জন্য ভালোভাবে সেই জিনিসটি খুলে দেখান, এবং সেই জিনিসটি সম্পর্কে বলে। তবে এই কন্টেন্ট ক্রিয়েটর এমন কিছুই করেন না। তিনি শুধু ৩ সেকেন্ডের মধ্যে একটি জিনিস রিভিউ করে দেন।
তার লাইভ স্ট্রিম চলাকালীন, ঝেং এর সহকারী তাকে কমলা বাক্সে বিভিন্ন আইটেম একের পর এক, হাতে তুলে দেয়। মিলিসেকেন্ডের মধ্যে, তিনি প্রতিটি পণ্য তুলে দেখান এবং এর দাম উল্লেখ করেন এবং অবিলম্বে বাতিল করে দেন। এই সব ঘটে মাত্র তিন সেকেন্ডে, প্রতিটি পণ্যের জন্য তিনি এইটুকু সময়ই দেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, জেন জিয়াং এর এমন উপস্থাপন নজর কেড়েছে অনেক ক্রেতার। ফলে তার রিভিউ করা পণ্যের ভিডিও দেখতে অনেকে মুখিয়ে থাকেন। এর ফলে তার বাড়ছে আয়। প্রতি সপ্তাহে তিনি ১৪ মিলিয়ন ডলার বা ১২০ কোটি রুপি আয় করে থাকেন। যা বাংলাদেশি টাকায় ১৫৮ কোটি টাকা। এত অল্প সময়ে দর্শকদের মনোযোগ ধরে রাখার জন্য ঝেংয়ের এই অভিনব পদ্ধতি বেশ প্রশংসিত হচ্ছে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম