নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব পদে পদোন্নতি পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) শফিউল আজিম।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে তাকে স্বাগত জানান কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
যোগ দিয়েই ইসি সচিব শফিউল আজিম বলেন, ‘চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে হবে। সংবিধান মেনে ও আইনানুগভাবেই কাজ করতে চাই। সংশ্লিষ্ট সবাইকে সঠিকভাবে সেবা দিতে চাই।’
শফিউল আজিম বলেন, ‘নতুন কর্মক্ষেত্র চ্যালেঞ্জ মনে হলেও তা মোকাবিলা করাটাই কৃতিত্ব। আশা করি, দায়িত্বের এই সময়কে স্মরণীয় করে রাখতে পারব।’
তিনি আরও বলেন বলেন, ‘আমরা তো রাজনীতির ভেতরেই বসবাস করি। গণতন্ত্র সরকার রাজনৈতিক দল, জনগণ সবকিছু মিলিয়েই গণতন্ত্র। কাউকে আইনের বাইরে গিয়ে সেবা দেওয়া যাবে না। আপনাদের যেটি প্রাপ্য, সেটি একশভাগ দেওয়া সম্ভব।’
২০২২ সালের ১২ ডিসেম্বর শফিউল আজিম বাংলাদেশের জাতীয় পাতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগদান করেন।
১৯৯৫ সালে ১৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন তিনি। শফিউল আজিম সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ ইনষ্ঠিটিউটের উপ-পরিচালক ছিলেন।
বিমানে যোগদানের আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (আইন ও বিধি অনুবিভাগ) হিসেবে দায়িত্বরত ছিলেন।
গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমকে জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমকে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম