সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ রতন।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে সংবর্ধণা দেয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার অশোক কুমার, আব্দুল্লাহ আল মাহমুদ, মাহমুদুর রহমান, মহসিন রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আজিজ রতন, সাধারণ সম্পাদক বাবুল কুমার দত্ত সহ আরো অনেকে।
বিভিন্ন ক্যাটাগরিতে এ বছর উপজেলা শ্রেষ্ঠ প্রধান নির্বাচিত হন কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আজিজ রতন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হন আবুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন করিলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুল হক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হন ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিয়া পারভীন, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয় চকনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এস.এম.সি সভাপতি নির্বাচিত হন তিননান্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুর রউফ সরকার, শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে নির্বাচিত হন তিননান্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক ও উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হন অশোক কুমার।
বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।
*** আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০৬ | শুক্রবার ***
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি