“দক্ষ যুব গর্ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নীলফামারী জেলার ডোমারে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
আজ শনিবার (২ নভেম্বর) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।
এদিন সকালে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় সকলে মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার রাশেদুল ইসলাম, এসআই কাজল কুমার রায়, আত্ব স্বাবলম্বী হওয়ার গল্প শোনান রেহেনা পারভিন, দক্ষ যুবক আশরাফুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরিফ প্রমূখ।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২১ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি