এলিমিনেটর ম্যাচে সোহানের রংপুর রাইডার্সের বিপক্ষে সাকিবের ফরচুন বরিশাল ভালোই লড়াই করেছে। তবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাশরাফি মর্তুজার সিলেট স্ট্রাইকার কুমিল্লার বিপক্ষে ওই লড়াই দেখাতে পারেনি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লিটন দাস-ইমরুল কায়েসদের কুমিল্লা ১৭ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে বিপিএলের নবম আসরের ফাইনাল নিশ্চিত করেছে। হারলেও সাকিবের বরিশালের মতো আসর শেষ হচ্ছে না মাশরাফিদের।
দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা ১৪ ফেব্রুয়ারি সোহানদের রংপুর রাইডার্সের মুখোমুখি হবে। নিয়ম অনুযায়ী, এলিমিনেটরে জয়ী ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের মুখোমুখি হওয়ার কথা। ওই ম্যাচের জয়ী দল ১৬ ফেব্রুয়ারি ফাইনালে কুমিল্লার মুখোমুখি হবে।