খুলনা জেলার পাইকগাছা উপজেলা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার উপজেলা সদরের টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হাকিম এর সার্বিক সহযোগিতায় পাইকগাছা পৌরসভায় বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা কর্মসূচীর আয়োজন করে।
পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আরিফুজ্জামান, ওসি ওবাইদুর রহমান, বিএমএ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ড. শেখ মোহাঃ শহীদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রন্জু ও ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন।
চিকিৎসা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাঃ সাবরিন আক্তার, ডাঃ মোহাম্মদ ওয়াজিবুল্লাহ, ডাঃ মোঃ ফয়সাল কামাল, ডাঃ মেহেদী হাসান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ জেবুন্নেছা জেবু, ডাঃ আবুল কালাম আজাদ, ডাঃ মঈনুল ইসলাম, ডাঃ মশিয়ার রহমান মুকুল, ডাঃ তৌহিদুজ্জামান, ডাঃ তরিকুল ইসলাম, ডাঃ খান রবিউল আউয়াল।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি