গত এক সপ্তাহ ধরে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার জাবালিয়া শহর অবরোধ করে রাখায় হামলায় নিহত অনেক ফিলিস্তিনির মরদেহ দাফন করা যাচ্ছে না। যার ফলে অনেক মরদেহ খুবলে খাচ্ছে রাস্তার কুকুররা। খবরঃ আল-জাজিরা।
মুইতাজ আইয়ুব নামের এক স্থানীয় অ্যাম্বুলেন্স চালক বলেছেন, ‘ইসরায়েলিরা বাসিন্দাদের পুরো জাবালিয়া এলাকা থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। তবুও হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিক তাদের মাটি কামড়ে ধরে পড়ে রয়েছে, তা তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়ি বা আশ্রয় কেন্দ্রেই হোক।
তিনি বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক প্রতিরক্ষা এবং প্যারামেডিক দলগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে, এমনকি আমাদেরকে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে, মরদেহ উদ্ধার করতে বা বেঁচে যাওয়া ব্যক্তিদের সাহায্য করতে বাধা দিচ্ছে।’
ব্যাপক বোমা বর্ষণের কারণে মরদেহ দাফন করা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘মরদেহ পচে যায় এবং রাস্তার কুকুররা তা খেয়ে ফেলছে। অনেক জীবিত ব্যক্তি রক্তক্ষরণে মারা যাচ্ছে।’
আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:১৪ | বুধবার
ডিবিএন/এসই/ এমআরবি