ভারতের পশ্চিমবঙ্গে ফুটবল খেলতে এসে রোববার (২২ জানুয়ারি) মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশের জনপ্রিয় এক ফুটবলার। মৃতের নাম হানিফ রশিদ ডাব্লিউ (৫৬)।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উন্নত চিকিৎসার জন্য রশিদ খানকে নিয়ে যাওয়া হয় বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঠিক কী কারণে বাংলাদেশি ফুটবলারের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।
✪ আরও পড়ুন: পিএসজির ২২ জনের দলেও নেই মেসি-দোনারুমা
চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, বানারহাটের একটি ক্লাবের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। খেলা শুরুর পর মাঠেই অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের এক খেলোয়াড়।
বীরপাড়া হাসপাতালে তার মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানসহ মোট ১২টি দল নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে গ্রিনল্যান্ড ডুয়ার্স ভেটেরান্স ক্লাব।
✪ আরও পড়ুন: বিশ্বকাপের পদক পাহারায় ২৫ লক্ষ টাকার কুকুর রেখেছেন মার্তিনেজ