মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ৬৬ কোটি ৬৩ লক্ষ ৭০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) পৌরসভা মিলনায়তনে প্রস্তাবিত বাজেট ঘোষণার আগে বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও সচিব শরদিন্দু রায়। বাজেট বক্তব্য উপস্থাপন করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা পনির হোসেন মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল হাসান, ১নং ওয়ার্ড কাউন্সিলর লোকমান আলী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল, ২নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, ৩নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর সুলতানা আক্তার লাইলী প্রমূখ।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতের মোট আয় ৭ কোটি ৮২ লাখ ৬৯ হাজার ১৯৪ টাকা ২৫ পয়সা। উন্নয়ন খাতের মোট আয় ৫৮ কোটি ৪১ লাখ ৯৪ হাজার ১৯৪ টাকা ২৫ পয়সা এবং মোট উন্নয়ন ব্যয় ৫৯ কোটি ১৭ লাখ ৯৫ হাজার টাকা।
বাজেট উপস্থাপন পূর্বে বক্তব্যে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, নাগরিকদের পরামর্শ নিয়েই পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। বাসযোগ্য পৌরশহর গড়তে তিনি পৌরবাসীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন , রাজস্ব বরাদ্ধ পেতে হলে কর পরিশোধকে গুরুত্ব দিতে হয়। কর আদায় করতে গেলে অনেকের বিরাগভাজন হতে হয়। কুলাউড়া পৌরসভাকে এগিয়ে নিতে পৌর কর প্রদানে নাগরিকদের আন্তরিক হতে হবে এবং সকলে নিজ দায়িত্বে নিজেদের কতব্য পালন করার চেষ্টা করবেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি