বিনোদন জগতের জনপ্রিয় দুই তারকা তাহসান ও তাসনিয়া ফারিণ কে নিয়ে আলোচনা যেন থামছেই না। সম্প্রতি এই জুটির প্রেমের গুঞ্জনে সরব ছিলেন নেটিজেনরা। তবে ফারিনের বিয়ের পর সেই গুঞ্জন থেমে যায়। এরপর তাদের নিয়ে আলোচনা শুরু হয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসানের ফেসবুক পেজের একটি লাইভকে কেন্দ্র করে।
গত ২৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে তাহসান খানের ফেসবুক পেজ থেকে একটি লাইভ আপলোড হয়। কয়েক ঘণ্টার মধ্যে সেটি মুছেও ফেলা হয়। ভিডিওটি দেখে ভালোভাবে কিছু বোঝা না গেলেও সেটিতে অভিনেত্রী তাসনিয়া ফারিণ জামিলকে তাহসানের সঙ্গে অন্ধকারাচ্ছন্ন একটি শোরুমে দেখা যায়।
অন্যদিকে, তাসনিয়া ফারিণও লাইভ ভিডিও আপলোড এর একঘণ্টা পর তার প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, “এত রাতে এ কোথায় ফেঁসে গেলাম।”
এর পরদিন রাজধানীর একটি হোটেলে এক সংবাদ তাহসান খান জানান, ঈদে তাদের একটা গান আসছে। সেই গানের জন্য ভিডিও শুটিং করতে তারা বিভিন্ন জায়গায় গেছেন। শুটিংয়ের জন্যই তারা জুতার শো-রুমে গিয়েছেলন।
তখন অনেকেই ধারণা করেছিলেন হয়ত তাহসানের গাওয়া গানে মডেল হচ্ছেন অভেনত্রী ফারিণ। তবে, বিষয়টি পুরোপুরি তেমনটি নয়। ফারিণের ভক্তদের জন্য রয়েছে আরও বড় সুখবর। শুধু মডেল হিসেবে নয়, তাহসানের সঙ্গে ওই গানটিতে কণ্ঠ দিয়েছেন ফারিণ। অর্থাৎ এবার গায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ফারিণের।
ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি”র জন্য “রঙে রঙে রঙিন হব” শিরোনামের দ্বৈত গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ফারিণ। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।
এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘ইত্যাদি’ ছোটবেলা থেকেই আমার প্রিয় অনুষ্ঠান। এবার এতে গাইতে পেরে খুব ভালো লাগছে। গানটির কথা-সুর খুব ভালো হয়েছে। তাহসান ভাইয়ের সঙ্গে গাওয়া এ গানটি আশা করছি ভালো লাগবে সবার।
এ বিষয়ে তাহসান গণমাধ্যমকে বলেন, “এবার সেই সুযোগ হয়ে গেল। হানিফ সংকেত দাদা গত মাসে আমাকে ফোন দিয়ে বললেন, ইত্যাদির জন্য দ্বৈত গান করতে চান। আমি বললাম, নতুন একজন করলে ভালো হয়। তখন ফারিণের কথা বললাম দাদাকে। ফারিণকে ফোন দেন দাদা। ফারিণও আগ্রহ দেখায়।”
গানটি নিয়ে তাহসান আরও বলেন, “এ ধরনের গান আগে করিনি। খুবই উৎসবের আমেজ নিয়ে, আনন্দময় একটি গান হয়েছে। রেকর্ডিংয়ের সময় আমার স্কেলেই ধরেছিলাম। কিন্তু ফারিণের জন্য একটু কষ্টই হচ্ছিল। পরে একটু নিচু স্কেলে গানটি করেছি। ফারিণ যে এত ভালো গাইবে, বুঝিনি। আমার বিশ্বাস, আগামী ঈদে গানটি নিয়ে আলোচনা হবে।”
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম