ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (১৪অক্টোবর) কুলিক নদী থেকে ভাসমান অবস্থায় এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই মহিলার নাম রেজিয়া বেগম (৬০)। সে সন্ধ্যারই সাতঘরিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী। মৃতের ছেলে রফিকুল ইসলাম এটি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকালে উপজেলার বাচোর ইউনিয়নের বাকশা সুন্দরপুর কালিতলার পশ্চিম পাশে কুলিক নদীতে ভাসমাণ অবস্থায় ওই মহিলাকে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে থেকে ওই মহিলাকে মৃতাবস্থায় উদ্ধার করা হয়।
নিহত রেজিয়ার ছেলে রফিকুল ইসলাম জানায়, তার মা দীর্ঘদিন থেকে মানষিক ভারসাম্যহীন রোগী এবং সে দীর্ঘদিন যাবৎ এলাকায় ভারসাম্যহীন ভাবেই ঘুরাফেরা করছিলেন। গতকাল সন্ধ্যায় বাড়িতে না ফিরলে, আমরা তাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাইনু। পরে খবর পেয়ে আজ সকালে কুলিক নদীতে মৃত অবস্থায় মায়ের ভাষমাণ লাশ দেখতে পাই।
রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা জানান, কুলিক নদী থেকে এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৮:০৭ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি