মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। রয়্যাল মালয়েশিয়ান নেভির একটি অনুষ্ঠানের মহড়ার সময় মাঝ-আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে এই সংঘর্ষ ঘটে। খবর-দ্য সান।
সংবাদমাধ্যম দ্য সান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকালে পেরাকের লুমুতে রয়্যাল মালয়েশিয়ান নেভি (আরএমএন) ঘাঁটির কাছে মহড়ার জন্য বেশ কয়েকটি হেলিকপ্টার উড্ডয়নের পরই এদের মধ্যে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এরপরই হেলিকপ্টার দুটি মাটিতে পড়ে যায়। মালয়েলিয়ার লুমাত শহরে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ বেঁচে নেই বলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে স্থানীয় গণমাধ্যম বলছে, ঐ দুটি হেলিকপ্টারে অন্তত ১০ জন ক্রু ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন। হেলিকপ্টার দুটির মধ্যে এইচওএম এম৫০৩-৩ মডেলটিতে সাতজন ব্যক্তি ছিলেন। ধারণা করা হচ্ছে এটি বিধ্বস্ত হয়ে রানওয়েতে পড়েছে। এছাড়া ফেননেক এম৫০২-৬ মডেলের হেলিকপ্টারটিতে তিনজন ব্যক্তি ছিলেন। এটি বিধ্বস্ত হয়ে কাছাকাছি একটি সুইমিং পুলে পড়েছে। তাদের মৃতদেহ সনাক্তকরণ প্রক্রিয়ার জন্য লুমুট টিএলডিএম বেস আর্মি হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, তারা স্থানীয় সময় ৯টা ৫০ মিনিটে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের খবর পায়।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরডিন বলেছেন, রয়্যাল মালয়েশিয়ান নেভির ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের জন্য আজ কুচকাওয়াজের মহড়া চলছিল। এতে একটি মেরিটাইম অপারেশন হেলিকপ্টার ও একটি ফেনেক মিলিটারি চপার মডেলের দুটি হেলিকপ্টার অংশ নেয়। নিহত ক্রুদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁদের সবার বয়স ৪০ বছরের নিচে। দ্বৈত হেলিকপ্টার সংঘর্ষের কারণ অনুসন্ধানের জন্য নৌবাহিনী তদন্ত বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০৫ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি