সৌদি আরবে নিজ জেলার প্রতিবেশীরা মো. সাব্বির হোসেন (২৬) নামে এক বাংলাদেশি যুবককে গলা চেপে হত্যা করেছে। রোববার (৩ মার্চ) বিকেলে সৌদি আরবের জেদ্দা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সংসারের সচ্ছলতা ফেরাতে ৬ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান সাব্বির। সৌদিতে পাশের কক্ষে থাকা অন্য প্রবাসী বংলাদেশিদের সঙ্গে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির একপর্যায়ে কিলঘুষির শিকার হন সাব্বির। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিচার দিতে তিনি মালিকের কাছে যাচ্ছিলেন। এতে প্রতিপক্ষের লোকজন আরো ক্ষিপ্ত হয়ে তার গলা চেপে ধরেন। এ সময় তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহত হওয়ার খবরটি সাব্বিরের সহকর্মী আরেক প্রতিবেশী প্রবাসী ফরিদ মিয়া মোবাইলের মাধ্যমে পরিবারকে জানান। প্রবাসে তার এমন মৃত্যুর খবরে পরিবার ও তার এলাকায় শোকের মাতম চলছে।
আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪১ | বুধবার
ডিবিএন/এসই/ এমআরবি