দুই দেশের সীমান্তে অবস্থিত আন্তঃকোরীয় রাস্তা ও রেল লাইনের কিছু অংশ বোমা মেরে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। এ ঘটনার পর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সতর্কতামূলক গুলি চালায়। ফলে দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, মঙ্গলবার দুপুরের দিকে দক্ষিণের সাথে সংযুক্ত কিছু সড়ক ও রেললাইনের উত্তরাংশ ধ্বংস করা হয়।
দক্ষিণের সামরিক বাহিনীর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সীমান্ত সড়কে বিস্ফোরণ ঘটে ও ধোঁয়ার কুণ্ডলী উপরেরে দিকে উঠতে থাকে। তবে বিস্ফোরণের আগে দক্ষিণ কোরিয়ার দিকে কালো বেড়া দিয়েছিল উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সীমান্তে দেখা গেছে, সেখানকার সড়ক চিহ্নে লেখা আছে ‘বিদায়’এবং উত্তর কোরিয়ার কেসং শহরটি ১০ মিটার দূরে। ভিডিওতে কয়েকটি ডাম্প ট্রাক ও মাটি সরানোর যন্ত্রাংশ দেখা গেছে। উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তারা সেই যানবাহনগুলো পর্যবেক্ষণ ও নির্দেশনা দিচ্ছেন।
সিউলের একীকরণ মন্ত্রণালয় উত্তর কোরিয়ার এ ঘটনাকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে অভিহিত করেছে এবং একে আন্তঃকোরীয় পূর্বের চুক্তিগুলোর স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা করেছে।
এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র কু বিয়ং-স্যাম বলেছেন, এটি দুঃখজনক যে উত্তর কোরিয়া বারবার এমন পশ্চাদগামী আচরণ করছে।
যদিও দক্ষিণের সীমান্তে কোনও ক্ষতি হয়নি তারপরও বিস্ফোরণের প্রতিক্রিয়ায় দক্ষিণের সামরিক বাহিনী সামরিক বিভাজন রেখার দক্ষিণে সতর্কতামূলক গুলি চালিয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়। ঘটনার পর দক্ষিণ কোরিয়া নজরদারি এবং প্রস্তুতি বাড়িয়েছে বলেও জানিয়েছে তারা।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম