ইউক্রেনের খারকিভ অঞ্চলের পারভোমাইস্কি শহরে হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলার জেরে নয় শিশুসহ মোট ৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ জুলাই) ইউক্রেন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেন, ‘২৮ হাজার মানুষের শহর পারভোমাইস্কির একটি আবাসিক ভবনের পার্কিং এলাকায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলার জন্য ৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক বছর ও ১০ মাস বয়সীসহ মোট নয় শিশু রয়েছে।’
হাসপাতালে ভর্তি সবাই হামলায় গুরুত্বর আহত হয়েছেন জানিয়ে আন্দ্রি ইয়ারমাক বলেন, ‘হামলায় পার্কিং এরিয়াতে থাকা অনেকগুলো যানে আগুন লেগে যায়।’
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এদিকে, ঘটনাস্থলের একটি ভিডিও পোস্ট করেছেন খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ। ওই ভিডিওতে আগুনে পুড়তে থাকা গাড়িগুলো থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
খারকিভের আঞ্চলিক রাজধানী থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণে পারভোমাইস্কি শহরের অবস্থান। বর্তমানে তুমুল লড়াই চলা ডনবাস থেকে এই শহরের দূরত্ব অনেক।
রাশিয়ার সীমান্তবর্তীতে খারকিভ অঞ্চল অবস্থান। গত বছর রুশ আগ্রাসনের শুরুতে এই অঞ্চলে ব্যাপক লড়াই চলে। এই অঞ্চল পাড়ি দিয়েই অগ্রসর হয়েছিল রুশ বাহিনী।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন