বগুড়ার কাহালুতে প্রায় ৫ লাখ ডিম মজুতের দায়ে আফরিন কোল্ড স্টোরেজ নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ওই ডিম আগামী ৭ দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (১৫ মে) বিকেলে উপজেলার মুরইল বাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. মাহবুব হাসান চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ বলেন, কোল্ড স্টোরেজগুলোতে ডিম সংরক্ষণ করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে এমন অভিযোগে আমরা কিছু প্রতিষ্ঠানে অভিযান চালাই। এর মধ্যে আফরিন কোল্ড স্টোরেজে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮টি ডিম মজুত অবস্থায় পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আগামী ৭ দিনের মধ্যে ডিম বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৭:২৫ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি