জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য গত মঙ্গলবার ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম নেই।
দল ঘোষণার পরই সাকিবের না থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ। তিনি জানিয়েছেন, সিরিজের শুরুর দিকে পাওয়া যাবে না সাকিবকে। এ সময় সাকিব খেলবেন শেখ জামালের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)।
এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। প্রশ্ন ওঠে, জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে না খেলে তখন কেন ডিপিএল খেলবেন সাকিব।
যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাকিব। তিনি জানিয়েছেন, পুরো বিষয়টিই হয়েছে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার মাধ্যমে।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে থাকলে ফেসবুকেই বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে এতটা সময় পাই না। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায় যে মানুষ কত রকম চিন্তা করতে পারে। আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয়, আমার ইচ্ছামতো হয় না।”
তিনি আরও বলেন, “যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ থাকবে, জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। সেহেতু দুটি ম্যাচ খেলার সুযোগ থাকবে, এছাড়া প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণে আসলে এই দুইটা ম্যাচ খেলা।”
আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে সাকিব বলেন, “টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড়-ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব। বলছি না, ট্রফি জিততে পারব কি পারব না। তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে।”
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম