কৃষিই সমৃদ্ধি’–স্লোগানকে সামনে রেখে নীলফামারী জেলার ডোমারে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলা-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ঠা জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা চত্বরে ফিরে আসে।
প্রদক্ষিণ শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ’র সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ ফেরদৌসি বেগম প্রমুখ সহ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বর্তমান সরকারের কৃষি ব্যবস্থাপনা সহ বিভিন্ন প্রণোদনা, সহযোগিতা ও উন্নয়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা সহ কৃষির উন্নয়নে আলোচনা করা হয়। পরে, মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১০:১৮ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)