মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে নারীসহ ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আজ রোববার (২১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দশজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন, যাদের বয়স ১৮ বছরের বেশি। যার মধ্যে ৯ জন মাঠেই প্রাণ হারিয়েছেন, বিভিন্ন হাসপাতালে মারা গেছেন আরও ৩ জন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিবেদনে বলা হয়, দেশটির রাজধানী সান সালভাদরের মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় ফুটবল লিগের একটি ম্যাচ চলছিল। কিন্তু নির্ধারিত সময়ের পর গেট বন্ধ করে দেওয়া হলেও বিপুল সংখ্যক সমর্থক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে ম্যাচটি স্থগিত করা হয়।
এদিকে, প্রকৃত ঘটনা জানতে পুলিশকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেলে। এক টুইট বার্তায় তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, তারা শাস্তির বাইরে থাকতে পারবে না।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন