ছাত্র-জনতার তোপের মুখে পদত্যাগ করলেন নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়।
রোববার দুপুরে ডোমার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বসে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জারিকৃত অফিস আদেশে ইতোমধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মেম্বারদের অনুপস্থিত বিষয়ে ঘোষণা দেয়া হয়। এরই আলোকে রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে আসেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়। এসময় ছাত্র জনতা জানতে পেরে উপজেলা পরিষদ চত্বরে এসে তার পদত্যাগের বিষয়ে দাবি জানায়। ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে অবশেষে পদত্যাগ করেন দিলীপ কুমার মুখোপাধ্যায়।
দিলীপ কুমার মুখোপাধ্যায় বিগত আওয়ামী লীগের আমলে হরিনচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে থেকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং প্রহসনের নির্বাচনে অংশ নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৫৪ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি