আদালতের আদেশ অমান্য করে চিংড়ী ঘের দখলের চেষ্টা, হামলা,ভাংচুর ও চাঁদা দাবীর ঘটনায় খুলনা দ্রুত বিচার আদালতে মামলা হয়েছে। উপজেলার কাইনমুখ মৌজায় ১২ একর ১৪ শতক জমি নিয়ে ধীরেন্দ্র নাথ মন্ডলদের সাথে চারবান্দা গ্রামের কুমুদ রঞ্জন সানাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
সরজমিনে দেখা যায় উক্ত সম্পত্তি ধীরেন্দ্র নাথ মন্ডলদের বসত বাড়ী,পাকা পুকুর, বাগান বাড়ী ও চিংড়ী ঘের অবস্থিত। গত ২৮ মার্চ রাত আনুঃ সাড়ে ৮ টার দিকে কুমুদ রঞ্জনসানারা ভাড়াটিয়া নিয়ে দখলের চেষ্টা করে। এসময় হামলা চালিয়ে মহিলাসহ ৫ জনকে আহত করে। অবস্থা মারাত্ম আকার ধারণ করায় জরুরী সেবা ৯৯৯ তে কল করলে পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়।
আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় কৃষ্ণ পদ মন্ডল বাদী হয়ে খুলনা আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে কুমুদ রঞ্জন সানাসহ ১২ জনের নামে মামলা করেছে। বিজ্ঞ আদালত বিষয়টি তদন্তপুর্বক প্রতিবেদন দিতে সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কে পাঠিয়েছেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম বলেন, আমার হাতে এখনও এ ধরণের কোন কিছু আসেনি।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১০:৫৯ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি