রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় (বসুন্ধরা গেটে) সুপ্রভাত পরিবহনের বাস চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় চলমান ছাত্র আন্দোলন আগামী ২৮ মার্চ সকাল ১১টা পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন এতে নেতৃত্বে থাকা বিইউপির আইন বিভাগের শিক্ষার্থী তাওহিদুজ্জামান।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্দোলনরত শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার (২০ মার্চ) দুপুরে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক থেকে এ ঘোষণা দেয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, বিইউপি উপাচার্য মেজর জেনারেল এমদাদ উল বারীসহ পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গত মঙ্গলবার (১৯ মার্চ) বসুন্ধরা এলাকায় সুপ্রভাত বাস চাপায় নিহত হন বিইউপির শিক্ষার্থী আবরার আহাম্মেদ। ওই ঘটনায় মঙ্গলবার ও বুধবার ঢাকার বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা আন্দোলন করে।
এদিকে আবরারের বাবার মামলায় ঘাতক বাস চালক সিরাজুল ইসলামকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার পুলিশ তাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত এ সিদ্ধান্ত দেন।