ডিবিএন ডেস্কঃ ঈদ-উল-আযহা এবং সাধারণ মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে আগামী ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত ‘কঠোর লকডাউন’ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করবে, খোলা থাকবে শপিংমল ও দোকানপাট।
আজ সোমবার (১২ জুলাই) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানায়। এছাড়া পরবর্তীতে প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে, করোনা সংক্রমণ রোধে ১ জুলাই ভোর থেকে ৭ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছিলো।
ঈদুল আজহা উপলক্ষে করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৮ দিনের বিধি নিষেধ শিথিলে স্বাস্থ্যবিধি মেনে চালু হবে দোকানপাট-শপিং মল ও গণপরিবহন। এই সময় সরকারি অফিস সরাসরি বন্ধ থাকলেও চলবে ভার্চুয়ালি। তবে বন্ধ থাকবে বেসরকারি সব প্রতিষ্ঠান।
এদিকে ঈদের পর ২৩ জুলাইয়ের পর ফের অন্তত ১৪ দিনের কঠোর লকডাউনের আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা।