আসার আলো দেখলো ইউরোপ, ফিরে আসার স্বপ্ন দেখছে ইতালি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হু হু করে বাড়তে থাকা একদিনে মৃতের সংখ্যা কমতে শুরু করেছে ইতালি ও স্পেন। তবে অপরিবর্তিত রয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্যে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে মারা গেছেন ৬০৪ জন।
তবে শঙ্কা বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। জনস হপকিন্স ট্র্যাকার জানাচ্ছে, বুধবার ভোর পর্যন্ত আমেরিকায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৫৪ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ ধরা পড়েছে ৩৩ হাজার ৩১৯ জনের। গোটা মার্কিনমুলুকে আক্রান্ত বেড়ে হয়েছে ৪ লাখ ৪১২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৬৭৪ জন। আক্রান্তদের মধ্যে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন ৯ হাজার ১৬৯ জন।
করোনার হটস্পট হয়ে উঠেছে নিউইয়র্ক। সেখানকার এক ডাক্তারের কথায়, নিউইয়র্কের ৭০ শতাংশ মানুষই এখন করোনায় আক্রান্ত।
যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আরও সাত থেকে ১০ দিন পর যুক্তরাজ্যে সবচেয়ে খারাপ অবস্থা আসতে পারে। তারপর সংক্রমণের হার নিম্নগামী হবে।
করোনা ভাইরাসে ফ্রান্সে একদিনেই রেকর্ড ১ হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৩২৮। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মারা নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৯ জন। সব মিলিয়ে ১ লাখ ৯০ হাজার ৬৯ জন।