করোনার প্রকোপ কিছুটা কমে যাও্যায় বিশ্বের অনেক দেশই এখন স্বাভাবিকতার দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছে। দীর্ঘ তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরাতও হাঁটছে স্বাভাবিকতার পথে। এরই অংশ হিসেবে দুবাই ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন পর্যটকরা। আগামী ৭ জুলাই থেকে সেখানে পর্যটকদের স্বাগত জানানো হবে। তবে এবার করোনার কারণে নিয়মে কিছুটা ভিন্নতা আনা হয়েছে।
নতুন নিয়মানুযায়ী, ৭ জুলাই থেকে দুবাই প্রবেশের জন্য চার দিন আগের করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে। আর যারা করোনা পরীক্ষা করাননি, তারা বিমানবন্দরে পরীক্ষা করাতে পারবেন। যদি কোনো পর্যটকের শরীরে এই ভাইরাস ধরা পড়ে তবে তাকে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।
প্রত্যেক বিদেশি ভ্রমণকারীকে মোবাইল ফোনে কোভিড-১৯ ডিএক্সবি অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষের জানার সুবিধার্থে তাদের অবশ্যই সব বিবরণ নিবন্ধন করতে হবে। এ ছাড়া পর্যটকদের একটি হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। এ জন্য সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের আগে স্বাস্থ্য বীমা থাকা আবশ্যক।
আমিরাত সরকার আরও জানিয়েছে, কোনো পর্যটকের করোনার উপসর্গ থাকলে বিমান সংস্থা চাইলে তাকে ফ্লাইট থেকে বাদ দিতে পারে।