চট্টগ্রামের ইপিজেড এলাকার আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন মাছ ধরার জাল রাখার ঘরে শনিবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ৭ ঘণ্টার চেষ্টায় আজ রবিবার (১৭ নভেম্বর) ভোর ৬টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে ২৩টি বসতঘরের পাশাপাশি পুড়ে গেছে ১৭টি বিভিন্ন পণ্যের দোকান। সেই সঙ্গে আগুনে পুড়েছে জেলেদের মাছ ধরার জাল।
আগুনে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, তাদের ক্ষতি কোটি টাকারও বেশি হয়েছে। অনেকেই হারিয়েছেন তাদের শেষ আশ্রয়টুকু। আগুনে জাল ও নৌকা পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সারা রাত ধরেই ওই এলাকায় আগুন জ্বলেছে। সেখানে কয়েকটি তেলের দোকানে জ্বালানি তেল ও জেলেদের জাল মজুত থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটকে বেগ পেতে হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক সংবাদমাধ্যম গণমাধ্যমকে বলেন, আগুন লাগার খবর পেয়ে তা দ্রুত নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। সেখানে বেশকিছু তেল ও জালের দোকান ছিল। তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যে কারণে দ্রুত নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।
তাঁরা আরো জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তেলের দোকান থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।
আজ ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৪১ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি