বরগুনার আমতলীতে খলিল হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন আমতলী থানা পুলিশ।
উপজেলার কুকুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম কৃষ্ণনগরের মৃতঃ মোবারক হাওলাদারের ছেলে খলিল হাওলাদার।
স্থানীয় সুত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তার স্ত্রী রুশিয়া বেগমের সাথে তার শশুর বাড়ির সম্পত্তি বিক্রি করে টাকা এনে দিতে বলায় তার স্ত্রী অপারগতা জানায়। এতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন খলিল হাওলাদার নামের ওই বৃদ্ধ।
সোমবার (১৫) এপ্রিল সাড়ে ৭ টার দিকে তার বড় ছেলের বসত ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার স্বজনরা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা প্রেরণ করেন।
ওই এলাকার ইউপি সদস্য মোঃ জালাল হাওলাদার জানান, পারিবারিক কলহের জেরে খলিল হাওলাদারের স্ত্রী’র সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা প্রেরণ করা হয়েছে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১০:৫২ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি