পেশাদার ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন মেসি। লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৭০০ গোলের চূড়ায় বসলেন এই ফুটবলার। সেল্টা ভিগোর সঙ্গে ড্র-এর পরই স্পষ্ট ছিল লিগ জেতা আর সম্ভব নয় বার্সার পক্ষে। তবে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্র-এর পর সেই জয় যে সম্ভব নয়, তা প্রায় বাস্তবে পরিণত হল। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল বার্সেলোনা। এই ম্যাচ থেকে বার্সার প্রাপ্তি শুধু লিওনেল মেসির ৭০০ তম আন্তর্জাতিক গোল।
মঙ্গলবার রাতে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে মুখোমুখি দাঁড়ায় বার্সেলোনা। শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। তিনবার পেনাল্টির বাঁশি বাজিয়েছেন রেফারি। এ ম্যাচেই পেনাল্টি থেকে প্যানেনকা শটে পেশাদার ক্যারিয়ারে ৭০০তম গোলটি করলেন মেসি।
মেসির ৭০০ তম গোলের দিন ড্র করে ৩৩ ম্যাচ শেষে লা লিগায় বার্সেলোনার পয়েন্ট ৭০। অতিরিক্ত ১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগা হাতের বাইরে গেলেই বার্সার কোচ সেতিয়ানের চাকরি যাওয়া নিশ্চিত।
এদিকে, এখনও খেলছেন এমন দ্বিতীয় ফুটবলার হিসেবে ৭০০ গোল করলেন মেসি। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে ১১২ ম্যাচ কম খেলেই ৭০০ গোল করে ফেলেছেন মেসি। এই মাইলফলকে পৌঁছতে রোনালদোর লেগেছিল ৯৭৪ ম্যাচ। অন্যদিকে মেসি খেললেন ৮৬২ ম্যাচ।
তবে প্রতিযোগিতামূলক ফুটবলে সর্বোচ্চ ৮০৫ গোলের রেকর্ড রয়েছে চেক-অস্ট্রিয়ান কিংবদন্তি জোসেফ বিকানের। এছাড়া পেশাদার ক্যারিয়ারের গোলসংখ্যায় এগিয়ে থাকাদের মধ্যে রয়েছেন ব্রাজিলের রোমারিও (৭৭২), ফুটবল সম্রাট পেলে (৭৬৭), হাঙ্গেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস (৭৪৬), জার্মান কিংবদন্তি গার্ড মুলার (৭৩৫) এবং ক্রিশ্চিয়ানো রোনালদো (৭২৯)।
উল্লেখ্য, বার্সার হয়ে ৭২৪টি ম্যাচে ৬০০ গোল করেছেন মেসি। অন্যদিকে দেশের হয়ে, ১৩৮টি ম্যাচে ৭০টি গোল করেছেন নীল সাদা শিবিরের অধিনায়ক। ৭০০ গোলের ক্লাবে মেসির জন্য অপেক্ষা করছিলেন রোনাল্দো। ২০১৯-এর অক্টোবরে ৭০০ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।