ইন্দোনেশিয়ার ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে চারজন নিহত হয়েছে। ওই ভূমিকম্প আঘাত হানার পর স্থানীয় সময় শনিবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সাময়িক সময়ের জন্য সুনামি সতর্কতাও জারি করে। পরে অবশ্য কয়েক ঘণ্টা পর তা তুলে নেয়া হয়।শুক্রবার সন্ধ্যায় ৬ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানলে স্থানীয় বাসিন্দারা উঁচু স্থানে আশ্রয় নেয়। আর রাজধানী জাকার্তার মানুষজন রাস্তায় নেমে আসেন।ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার একজন কর্মকর্তা তিন মিটার উঁচু সুনামির ব্যাপারে সতর্ক করে দেন। পরে অবশ্য কয়েক ঘণ্টা পর ওই সুনামি সতর্কতা তুলে নেয়া হয়।সংস্থাটির মুখপাত্র আগুস উইবোও শনিবার জানান, ওই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়। অপর ব্যক্তি ভূমিকম্পের সময় ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় নিহত হন বলে জানান তিনি।উইবোও জানান, এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে এবং দুই শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৩ বাড়ি ধ্বংস হয়ে গেছেও বলে জানান তিনি।তিনি আরও বলেন, এর আগে উদ্ধার করে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পাঠানো এক হাজারের বেশি মানুষজন তাদের ঘরবাড়িতে ফিরে গেছে। জাভার দক্ষিণপশ্চিমাঞ্চলের পানদেগলাংয়ে একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া ৬৯ বছর বয়সী ঈসা বলেন, তখন বজ্রপাতের মতো শব্দ হচ্ছিল- মনে হচ্ছিল আমার মাথার ওপর দিয়ে বিমান যাচ্ছে এবং আমি তখন ভয় পেয়ে দৌঁড় দেই।এর আগে গত ডিসেম্বরে ওই এলাকায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট সুনামি চার শতাধিক মানুষের মৃত্যু হয়।