করোনা ভাইরাস (কভিড-১৯) আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। প্রতিষেধকবিহীন এ ভাইরাস চীনের পাশাপাশি বিশ্বের ১১৬ টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে এত আতঙ্কের মধ্যেও এ ভাইরাসে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ২৬৫ জন। এই বিষয়টিকে আশার আলো হিসেবে দেখছে বিশ্ববাসী।
বুধবার (১১ মার্চ) রাতে করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। ডাব্লিউএইচও’র প্রধান টেড্রস অ্যাধনম গেব্রিয়াসেস জানান, গত দুই সপ্তাহে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা উৎপত্তিস্থল চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের দেশগুলোকে জরুরি পদক্ষেপ নেয়ার জন্য আবারো আহ্বান জানিয়েছেন তিনি।
গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬৪১ জনে দাঁড়িয়েছে। যেখানে ৩ হাজার ১৬৯ জনই চীনা নাগরিক। বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৬৬০জন। এরমধ্যে প্রায় ৮০ হাজার ৯৩২জন চীনের। তথ্যসুত্রঃ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়।