প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়ছে দেশের বিভিন্ন জেলায়। বাকি ছিল শুধু পার্বত্য জেলা রাঙ্গামাটি।
কিন্তু আজ বুধবার (৬ মে) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানিয়েছেন, রাঙ্গামাটিতে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছ। এর মাধ্যমে দেশের ৬৪ জেলাতেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলো।
বুধবার (৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১১৭১৯ জনে দাঁড়িয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে অনলাইনের মাধ্যমে ব্রিফিংয়ে এ সব তথ্য জানান সাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাজমা সুলতানা।
এ সময় তিনি জানান, গত ২৪ ঘন্টায় সারাদেশে মোট ৬২৪১ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। যেখানে এই ৭৯০ জন রোগী শনাক্ত হয়।
উল্লেখ্য বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ১১৭১৯ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৮৬ জন।