বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বিচারে গত ৬০ বছরের ইতিহাসে দেশের সেরা ক্রীড়াবিদ হলেন সাকিব আল হাসান; বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন দ্বিতীয়। আর তৃতীয় হয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সেরা ১০ ক্রীড়াবিদের নাম আগেই প্রকাশ করেছিল ক্রীড়া লেখক সমিতি। জাতীয় ও আন্তর্জাতিক পারফরম্যান্স, খেলায় এবং খেলাপ্রেমীদের মধ্যে প্রভাব বিবেচনা করে নম্বর দিয়েছেন ৯ জন বিচারক। সেই নম্বরের ভিত্তিতেই ১-১০ নির্ধারিত হয়। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি আয়োজিত অনুষ্ঠানে সেই দশজনের নামই ছিল খামে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) পুরস্কার বিতরণী মঞ্চে বিশেষ অতিথিরা একটি একটি করে নাম ঘোষণা করেন। গলফার সিদ্দিক দশম হয়েছেন। এরপর বক্সার মোশাররফ, সাবেক দ্রুততম মানব শাহ আলমের নাম উঠে। শাহ আলম সড়ক দুর্ঘটনায় পৃথিবী ছাড়ায় তার পুরস্কার গ্রহণ করেন ছেলে মামুন।
✪ আরও পড়ুন: মেসির মতো উদযাপন করলেন সাকিব
সপ্তম হয়েছেন ২০০২ সালে কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী শুটার আসিফ হোসেন খান। ছয় নম্বর হয়েছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি নড়াইল থাকায় তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস। সাফ গেমসে পাঁচ স্বর্ণ জেতা মোশাররফ হোসেন খান পঞ্চম সেরা হয়েছেন৷ চার নম্বর হয়েছেন প্রয়াত ফুটবলার মোনেম মুন্না।
✪ আরও পড়ুন: সেরা করদাতার তালিকায় সাকিব-তামিম-সোহান
/কেএইচএস/