আইপিএল-এর ইতিহাসে অন্যতম সেরা স্পেল করে রেকর্ড করলেন মুম্বাই ইন্ডিয়ানসের পেসার আকাশ মাধওয়াল। বুধবার আইপিএল এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে চমকপ্রদ পারফরম্যান্স দেখালেন উত্তরাখণ্ডের রুরকির পেসার আকাশ মাধওয়াল।
ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়া এই ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ২০১৯ সালে উত্তরাখণ্ডের হয়ে। ২০২২-এর আইপিএল থেকে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন আকাশ। বুধবারই সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে সারা ক্রিকেট দুনিয়ার নজর কেড়ে নিলেন আকাশ। তাঁর বয়স এখন ২৯ বছর। তবে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলে সুযোগ পেতেই পারেন উত্তরাখণ্ডের এই পেসার।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ানসকে জেতানোর পর আকাশ বলেছেন, আমি অনুশীলন চালিয়ে যাচ্ছিলাম এবং সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলাম। আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি। ক্রিকেট আমার ভালোবাসা। আমি ২০১৮ থেকে এই সুযোগের অপেক্ষায় ছিলাম। আমরা যখন নেটে অনুশীলন করি, তখন টিম ম্যানেজমেন্ট আমাদের লক্ষ্য স্থির করে দেয়। আমরা নিজেদের সেরা পারফরম্যান্স দেখানোর চেষ্টা করি। পরের ম্যাচগুলিতেও ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে চ্যাম্পিয়ন করাই আমার লক্ষ্য।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি