করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে সাত কলেজের ক্লাস ও পরীক্ষা। বন্ধ রয়েছে অফিসও। যার ফলে আটকে গেছে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) শ্রেণির বিভিন্ন শিক্ষাবর্ষের রেজাল্ট।
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আফসানা হোসেন মুন বলেন, গত বছরের ৪ ডিসেম্বর আমাদের পরীক্ষা শেষ হলেও এখনো প্রকাশিত হয়নি ফলাফল। তিন বছরের ডিগ্রি এখন পাঁচ বছরেও শেষ হয়নি।
আটকে থাকা ফলাফলের ব্যাপারে জানতে চাইলে কবি নজরুল কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) আইকে সেলিম উল্ল্যাহ খন্দকার বলেন, আমার সঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গ কথা হয়েছে। ৫ মে’র পর অফিস খুললে ফলাফল দ্রুত প্রকাশ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী বলেন, রেজাল্ট প্রকাশে আমাদের কতগুলো স্টেপ ফলো করতে হয়। ৭-৮ দিন আরো দেখবো এরপর রেজাল্ট অনলাইনে দিয়ে দিব।