মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের (৭২০) ইঞ্জিনের পেছনের পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। রোববার (১৫ই ডিসেম্বর) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়া বগিগুলো রেখে ইঞ্জিন প্রায় ২০০ গজ দূরে চলে যায়। দুর্ঘটনার পরপরই ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ট্রেনের গার্ড ও চালকের তৎপরতায় দ্রুত ক্লিপ পুনঃস্থাপন করে ট্রেনটি স্বাভাবিক গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।
দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনটি প্রায় ৩০ মিনিট আটকে থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার কবির আহমেদ বলেন, পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের পেছনের বগির ক্লিপ ভেঙে যায়। এতে পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে সমস্যাটি সমাধান করে ট্রেনটি পুনরায় চলাচল শুরু করে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৫৩ | বুধবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি