অবশেষে দীর্ঘ ৫৩ ঘণ্টা পর অবরোধমুক্ত হলো গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা।
আজ সোমবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এরপর যানবাহন চলাচল শুরু হয়।
এর আগে, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ মিয়া, সেনাবাহিনী, শিল্পপুলিশ, ও গাজীপুর মেট্রো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে বকেয়া বেতনের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে মীমাংসার প্রতিশ্রুতি দেওয়া হলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
এ সময় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এতেও শ্রমিকরা মহাসড়ক ছাড়তে চাননি। তাদের দাবি ছিল, কারখানায় মালিকপক্ষ অথবা মালিক নিজে এসে বকেয়া বেতন পরিশোধ করার পর তারা মহাসড়ক ছাড়বেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের চেষ্টায় দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় টিএনজেড গ্রুপের ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এই বিক্ষোভ করছিলেন।
আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:০৩ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি